মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মেসির জোড়া গোলে দাপুটে জয় পেল আর্জেন্টিনা!

ফ্লুতে আক্রান্ত হওয়ার পর লিওনেল মেসি পুরো ফিট না থাকায় জায়গা পেলেন বেঞ্চে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ লক্ষ্যভেদ করতে বেশি সময় নিলেন না। 

রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা নামলেন বিরতির পর। শেষদিকে পায়ের জাদুতে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে জ্যামাইকাকে উড়িয়ে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেড বুল অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আলভারেজ তাদেরকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেসি। এই জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership