বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কালিহাতী উপজেলা নির্বাচনে জন-জরীপে আনারস শীর্ষে

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :আসন্ন কালিহাতী উপজেলা নির্বাচনে এস এ এম আজাদ সিদ্দিকীর আনারস মার্কা জন-জরীপে এগিয়ে রয়েছে। 

এবার কালিহাতী উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন, তারমধ্যে হাসমত আলী নেতা দোয়াত-কলম মার্কায়,আনোয়ার হোসেন মোল্লা মোটর সাইকেল মার্কায় নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে।বিভিন্ন গ্রামের হাট-বাজারে,চা-স্টলে আমাদের প্রতিনিধি জনজরীপ করলে জানা যায় তারুণ্য দীপ্ত,উদয়মান বুদ্ধি জীবি মেহনিত মানুষের সুখে-দুঃখের অংশীদার সাবেক সাদত কলেজের ভিপি এস এ এম আজাদ সিদ্দিকীর আনারস মার্কা 

প্রচার প্রচারণায় শীর্ষে অবস্থান করছেন এর পরেই রয়েছে সহজ সরল সাদা মনের মানুষ নিরাংন্কারী,হাসমত আলীর দোয়াত- কলম মার্কা তৃতীয় তে উঠে এসেছে মোটর সাইকেল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মোল্লার।সর্ব এলাকার সবস্তরের জনগনের মুখে মুখে শুধু একটি মার্কা একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে আনারস এবং আজাদ সিদ্দিকী। 

আসন্ন কালিহাতী উপজেলা নির্বাচন এবার ভাইস চেয়ারম্যান হিসেবে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন রয়েছে আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কালিহাতী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership