বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লার ঈগল মার্কার জনসভা

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি: স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের কন্যা স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী সারওয়াত সিরাজ শুল্কা বলেন,লতিফ সিদ্দিকী নাস্তিক, কালিহাতির উপজেলার প্রতিটা মসজিদে ইমামরা যখন লতিফ সিদ্দিকীর মিছিল করেন তখন আমার কষ্ট হয়, অন্তরে ব্যথা লাগে। যে ব্যক্তি হজ্জ নিয়ে নবী রাসুল কে নিয়ে মন্তব্য করে তাকে নিয়ে ইমামরা মিছিল করেন এটা মানা যায়না। 


আজ বিকালে কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,লতিফ  সিদ্দিকী সাহেব সাবধান হয়ে যান, আমার বাবা শাহজাহান সিরাজের বিরুদ্ধে সমালোচনা করবেন না। আপনি নবী রাসুলকে নিয়ে সমালোচনা করেন, আপনি শাহজাহান সিরাজকে নিয়ে মন্তব্য করেন এতো সাহস পান কোথায়?  সাবধান হয়ে যান। 

জনগণের উদ্দেশ্য করে বলেন,লতিফ সিদ্দিকী সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করে। নির্বাচন অফিসার তার গাড়ি বহর থেকে অস্ত্র সহ আটক করেছে। সে সন্ত্রাসী তার কোন কিছু করার নাই। 
লতিফ সিদ্দিকী যে কিনা তার আত্নীয় স্বজনের জমি জমা নিয়ে আত্মসাৎ করে সে কিভাবে মানুষের সেবা করবে?  তাই আপনারা সাবধান হয়ে যান নাস্তিক লতিফ সিদ্দিকীকে এই কালিহাতি থেকে দূর করে দেন আপনারা। 


এসময় জনসভায় বক্তব্য রাখেন শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership