Breaking News

কালিহাতী নাগ বাড়ী ইউনিয়ন মরিচা গ্রামে রাস্তা উদ্ভোধন

সাইদুর রহমান সমীর, টাংগাইলে প্রতিনিধি :টাংগাইলের কালিহাতী উপজেলায়  নাগ বাড়ী ইউনিয়নের মরিচা গ্রামে রাস্তা উদ্ভোধন করা হয়।নাগ বাড়ী ইউনিয়নের পাইকপাড়া বাজার হইতে সাপিয়াচালা বাজার পর্যন্ত ভায়া চালাসরাই নূরু হাজীর বাড়ির নিকট হইতে কাকড়াজান সীমানা পর্যন্ত ও মরিচা চৌরাস্তা হতে পাইকপাড়া আশ্রয়ন-২ প্রকল্প পর্যন্ত রাস্তায় হেরিং বোনবন্ড(১২০০.০০ মিটার) কাজের উদ্ভোধন করা হয়।

 শনিবার ১১ নভেম্বর বিকাল চারটায় মরিচা বাজারে এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। নাগবাডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি কম, দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম,এ মালেক ভূইয়া, কালিহাতী উপজেলা ভাইস-চেয়ারম আক্তারুজ্জামান, নাগ বাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, কোকডহরা ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, কোকডাজান ইউপি চেয়ারম্যান দুলাল মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের নেতা শরীফ আহমেদ রাজু। উক্ত অনুষ্ঠানটি সন্চালন করেন টাংগাইল জেলা পরিষদের সদস্য মোঃ আয়নাল হক আরো উপস্থিত ছিলেন স্হানীয় আওয়ামী লীগ, ছাএলীগ,যুবলীগ,এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ।

Type and hit Enter to search

Close