শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন টাঙ্গাইল -৮ (সখীপুর-বাসাইল) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য,  টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ । 
শনিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর  থেকে রাত পর্যন্ত উপজেলার বড়চওনা, দেবরাজ, দাড়িপাকা ও কুতুবপুর বাজারসহ  বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে তা আমি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে আপনাদের মাঝে প্রচার করতে এসেছি এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। সাধারণ জনগণ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট হাতে পেয়ে এবং সরকারের উন্নয়ন জানতে পেরে খুশি হয়েছেন।’

গণসংযোগ কালে বাসাইল-সখীপুর ঘিরে যেসকল  কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন তা হলো- শত ভাগ শিক্ষিত বাসাইল-সখিপুর, দুর্নীতি, দূর্বৃত্তায়ন, সন্ত্রাস, মাদক মুক্ত বাসাইল-সখীপুর, আটিয়া বন অধ্যাদেশ-৮২ সংশোধন পূর্বক সখীপুরের ১৪ মৌজার ভূমির মালিকানা নিশ্চিত করা, বাসাইল-সখীপুরের প্রতিটি বাড়ীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট নিশ্চিত করা, গোড়াই টু সাগরদিঘী রোডস এন্ড হাইওয়ের ডবল লেন এবং সুন্দলা-কালমেঘা-নলুয়া-বাসাইল-ভাতকুড়া
আঞ্চলিক মহাসড়কের মাধ্যামে বাসাইল সখীপুরকে পূর্ব পশ্চিম সংযোগ স্থাপন করা, সখীপুরের উপর প্রবাহিত ন্যাশনাল গ্রীড এর গ্যাস লাইন থেকে সখীপুর-বাসাইলকে গ্যাস কানেক্ট
করে শিল্পাঞ্চল গড়ে তুলে ব্যাপক কর্ম সংস্থানের সৃষ্টি করা, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আন্তর্জাতিক মানের কোম্পানি স্যামসাং, ডেল এর মত হাই টেক ফ্যাক্টারি বাসাইল-সখীপুরে স্থাপন করা, বাসাইল-সখীপরের মাঝামাঝি কোন এক স্থানে ইঞ্জিনিয়ারিং ইউনির্ভার্সিটি স্থাপন করা, বাসাইল-সখীপুরে পলিটেকনিক, ভোকেশনাল, ফিজিক্যাল, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা, বাসাইল-সখীপুরে বিদ্যামান হাসপাতালের অবকাঠামো বৃদ্ধি করে ২০০ শয্যার জাতীয় মানের
হাসপাতাল করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, স্কুল, কলেজ, মাদরাসা ব্যাপক মনিটরিং এর মাধ্যমে
শিক্ষার গুনগত মান নিশ্চত করা, স্পোর্ট একাডেমি, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, পর্যটন কেন্দ্র,
স্টেডিয়াম, পর্যপ্ত খেলার মাঠ, মসজিদ,
মন্দির, গোরস্থান, শশ্মান নিশ্চিত করা, সখীপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠির নিজস্ব স্বকীয়তা ধরে রাখার পাশাপাশি তাদের অধিকার নিশ্চত করা।

এসময় উপজেলা  আওয়ামীলীগের সহসভাপতি আঃ ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সদস্য খান মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আতিকুল হক সমীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবি শাহ আলম সানি, যুবলীগ নেতা আল আমিন শিকদার, সাবেক ছাত্র নেতা আহমেদ কামাল সহ আওয়ামী লীগ  ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সখীপুর টাঙ্গাইল  

২৩/০৯/২৩

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.