সখীপুর প্রতিনিধি: উপজেলার কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়ের ২০০০ব্যাচের ছাত্র/ ছাত্রীদের ঈদ পূনমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রয়াত শিক্ষার্থীদের স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী।
এসময় আশিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান,
শিক্ষক আবদুস সোবহান, ডা.রওশন আলী, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি আবদুর রাজ্জাক বাবু, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র সাজ্জাত লতিফ ।
এছাড়া ব্যাচের সেনা সদস্য নাজমুল হাসান,রেজাউল করিম, আশিকুর রহমান, ব্যাংকার মনিরুজ্জামান ও আরিফুল ই প্রভাষক নাজমুল হাসান, রুবেল শিকদার, কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন।