পা কেটে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পা কেটে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়কের।
মাশরাফীর স্বজনদের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাচের টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে মাশরাফীর পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা।
এ দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানানো হয়েছে। সেখানে মাশরাফীর পায়ে ২৭টি সেলাইও করা হয়েছে।
জানা গেছে, হাসপাতালটির জরুরী বিভাগে ঘণ্টাদুয়েক পর্যবেক্ষণে থাকার পর এখন বাসায় ফিরছেন তিনি।