নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,
উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দুকুর রহমান, ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ,বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ,বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাদশা প্রমুখ।
এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।