পুলিশ জানায়, গতকাল রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মজিদপুর এলাকায় আসলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। এর মধ্যে দুইজন পালিয়ে যায়।
পুলিশ লুৎফরকে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির কথা স্বীকার করে এবং তার সাথে থাকা সহযোগী গরু চোর দক্ষিন পাথালিয়া গ্রামের আব্দুল মজিদ ওরফে গেন্দার ছেলে আবুল কালাম ( ৪০) ও একই গ্রামের লালুর ছেলে ফিরোজ ( ৩৫ ) জড়িত থাকার কথা স্বীকার করে।
গরু চোর লুৎফর জানায়, ৩ হাজার টাকা বিনিময়ে পাথালিয়া গ্রামের আবুল কালাম তাকে ভাড়া করে এবং পূর্বেও তার সাথে একাধিকবার চুরি করেছে।
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।