সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের মুক্তিবাহিনী গঠনের ৫১তম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ১৯৭১ সালের ২০ এপ্রিল সখীপুরের ১০জন ছাত্র আনুষ্ঠানিকভাবে দেশ স্বাধীনের লক্ষ্যে মুক্তিবাহিনীর স্থানীয় ইউনিট গঠন করেন।
দিবসটি পালন উপলক্ষে বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একমাত্র অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বুধবার সকালে স্থানীয় কোকিলা পাবর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগীদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বিকেলে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , ইউএনও ফারজানা আলম, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আমীন শরীফ সুপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ,
প্রফেসর আলীম মাহমুদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, এসএম আমজাদ হোসেন, এসএম মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ বক্তব্য দেন।
সখীপুর প্রতিনিধি
২০.০৪.২২