সমাবেশে বক্তারা স্থানীয় সাংসদের বিরুদ্ধে আনা গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকির মিথ্যা অভিযোগ দাবি করে এর ষড়যন্ত্রমূলক ও অপপ্রচারের প্রতিবাদ জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন,
ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, অর্জুনার দিদারুল আলম খান মাহবুব, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ।
এ ছাড়া সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।উল্লেখ্য, গত ১৭ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্থানীয় সাংসদ ছোট মনির কর্তৃক হত্যার হুমকির অভিযোগ করেন।