ফারজানা আলম মঙ্গলবার (৬ মার্চ) সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। মেয়ে সোহা শারার আহমেদ ও মেয়ে আহমেদ সামিহ নির্ণয়।
সন্ধ্যায় নবাগত সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমকে বিদায়ী ইউএনও চিত্রা শিকারী ফুল দিয়ে বরণ করে নেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফারজানা আলম উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।