উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর এলাকায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য দায়ী ড্রেজার মেশিন ও পাইপলাইন ধ্বংস মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং ০২ টি ড্রেজার মেশিন ও আনুমানিক ১০০০ ফুট বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসাইনের নেতৃত্বে কালিহাতি থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রাকৃতিক পরিবেশ ও সাধারণ মানুষের বিপুল ক্ষতি করে নদী ও খাল বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে এ ধরনের বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।