এর মধ্যে উপজেলা বিলুপ্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু কে আহ্বায়ক এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টারকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে ৫ জন যুগ্ম আহবায়ক এবং ৪৯ জন সদস্য রাখা হয়েছে। এছাড়া পৌর বিএনপি শাখা কমিটিতে বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিনকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেমকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৮জন সদস্য রাখা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এ কমিটিকে।