গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক বাসাইকেলের ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আবু তালেব মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৩)। আহত হয়েছে মোটরসাইকেল চালক হৃদয়।
পুলিশ ও আহত হৃদয় জানিয়েছেন, তারা মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে পড়ে যায়। রবিউল রাস্তার ডান পাশে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র-আরটিভি নিউজ