সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:কালিহাতী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ( ২০২৩-২০২৪) এক বছরের সভাপতি পদে তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মুসফিকুর রহমান মিল্টনকে এবং (২০২২-২০২৩) এক বছরের জন্য সভাপতি পদে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক দাস পবিত্রকে নির্বাচিত করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ কমিটি ঘোষণা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।