টাঙ্গাইলের সখীপুরে আইয্যাক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কচুয়া গ্রামে সেলিম আল দীন পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেলিম আল দীন পাঠাগারের প্রতিষ্ঠাতা, ড. হারুন রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, প্রধান আলোচক হিসেবে সুপ্রীম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হালিম মাস্টার, সখীপুর উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সম্পাদক সাজ্জাত লতিফ, সাংবাদিক সাইফুল ইসলাম সানি, জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ জন শিশুর মাঝে বই বিতরণ ও বৃত্তিপ্রদান করা হয়।