তবে এ দুর্ঘটনার পরও ম্যাচটি খেলেছে বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পেয়েছে দলটি।
খবরটি নিশ্চিত করে বাহিয়া ক্লাব তাদের অফিসিয়াল টুইটারে দুর্ঘটনাকবলিত বাসের কয়েকটি ছবি পোস্ট করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে বাসের পেছনের জানালার কাঁচ ভেঙে গেছে। বাসের বেশ কয়েকটি সিট রক্তে ভরে গেছে।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে যাচ্ছিল বাহিয়া। বাস সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণে দলটির গোলরক্ষক দানিলো ফার্নান্দেজ মুখে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া লেফটব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো আরও আহত হয়েছেন।
বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা। তবে কে বা কারা এ বোমা বাসে রেখে যায়, সেই রহস্য উন্মোচন হয়নি এখনও।
তথ্যসূত্র: ডেইলি মেইল, টুইটার